নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের ঘুমধুমের তমব্রু এলাকার ৩৪/৩৫ নাম্বার পিলারের মাঝামাঝি জায়গা দিয়ে ২৩ জানুয়ারি মঙ্গলবার রাত ২টা থেকে ৩টা পযর্ন্ত ৮টির মতো মর্টারশেল বিস্ফোরণের ভয়াবহ শব্দ সীমান্ত পেরিয়ে তমব্রু এলাকায় এসে ঘুমরত মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। প্রচণ্ড শীতের গভীর রাতে পাশ্ববর্তী মিয়ানমার কিছুটা ভিতর থেকে উক্ত বিস্ফোরিত শব্দ গুলো থেমে থেমে আসে বলে জানান সীমান্ত এলাকায় বসবাসকারী নুরুল আবছার। তমব্রু বাজার এলাকার ব্যাবসায়ী সরোয়ার জানান, ঐ সীমান্ত পিলার এলাকার প্রায় মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন হঠাৎ করে ভয়াবহ শব্দের বিশাল আকারের বিস্ফোরণের আওয়াজ মিয়ানমারের সামান্য ভেতর থেকে আসা শুরু হলে মানুষের মাঝে ভয়ের সৃষ্টি হয়। স্থানীয় ইউপি সদস্য মোঃ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,তাদের সীমান্ত দিয়ে রাতে এবং দিনের সময় যুদ্ধে ব্যবহারিত অস্ত্র গোলাবারুদের বিস্ফোরণের শব্দ আসার ফলে মানুষের মনে ভয় কাজ করছে না জানি কোন সময় বর্ডার ক্রস করে বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে? উল্লেখ্য মিয়ামারের ভিতরে প্রায় দুই বছর ধরে তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে সৃষ্টি হওয়া সশস্ত্র কয়েকটি বিদ্রোহী গ্রুপ এবং সরকারি বাহিনী মুখোমুখি অবস্থানে থেকে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত রয়েছে।