নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্হ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ তুমব্রুর কোনার পাড়া শূন্য লাইনস্হ রোহিঙ্গ্যা শিবির ও তুমব্রু এলাকাতে মিয়ানমার হতে বাস্তচ্যূত রোহিঙ্গ্যা/নাগরিকদের ডাটা এন্ট্রি কার্যক্রম ও পরিদর্শন করেছে। রোববার আনুমানিক সকাল ১১টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্হ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ ঘুমধুম ইউপিস্হ তুমব্রু কোনারপাড়া শূন্য লাইনস্হ রোহিঙ্গ্যা শিবির/ক্যাম্পের মিয়ানমার হতে বাস্তচ্যূত রোহিঙ্গ্যা/নাগরিকদের কুতুপালং(উখিয়া) ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করার জন্য ডাটা এন্ট্রি কার্যক্রম শুরু হয়। কক্সবাজার RRRC(Refugee Relief and Repatriation of Commission) প্রতিনিধি হিসেবে কুতুপালং (উখিয়া) রোহিঙ্গা ক্যাম্প-৫ এর সিআইসি প্রীতম সাহা উক্ত কার্যক্রম পরিদর্শনে আসেন এবং এ পর্যন্ত ২৬৮ পরিবারের ১৪২৮ জন বাস্তচ্যূত মিয়ানমার রোহিঙ্গ্যার ডাটা এন্ট্রি করা হয়েছে বলে সূত্রে জানা যায়। উল্লেখ্য গত ১৮/১/২৩ ইং সংঘটিত সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের পর কোনার পাড়া শূন্য লাইনস্হ রোহিঙ্গ্যার শিবিরের রোহিঙ্গ্যারা বাংলাদেশের অভ্যন্তরে আশ্রয় নেয়। বর্তমানে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডাটা এন্ট্রি কার্যক্রম চলছে।