আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায়,মিয়ানমারের অংশে কাটা তারের বেড়া সংস্কার শুরু করেছে মিয়ানমার

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩১ অগাস্ট ২০২৩ ১০:০৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

মিয়ানমার বিজিপি তাদের স্থানিয় লেবারের মাধ্যমে নতুন ভাবে  কাঁটাতারের সাহায্যে তিন স্থর বিশিষ্ট কাঁটাতারের বেড়া পূনঃসংস্কারের কাজ করা হচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটের সময় সীমান্ত এলাকায় বসবাসকারী অনেকেই মিয়ানমারে কাটা তারের বেড়া সংস্কারের এমন দৃশ্য দেখেছে বলে স্থানীয় সংবাদ কর্মিদের জানান। কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির এর অধীনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে মিয়ানমার ২ বিজিপির তুমব্রু রাইট ক্যাম্পের অধীনস্থ মাইক পোস্টের  উত্তর-পশ্চিম দিকে এবং মেইন পিলার৩৪/৩৫ মধ্যবর্তী জিরো লাইন এলাকায় মিয়ানমার নির্মিত কাঁটাতারের বেড়া মিয়ানমার ২ বিজিপি কর্তৃক সিভিল লোকজনের মাধ্যমে নতুন কাঁটাতারের সাহায্যে পূর্বের চেয়ে অধিক মজবুত করে তিন স্থর বিশিষ্ট কাঁটাতার সংযোগ করে পূনঃসংস্কারের কাজ করতে দেখা যায়। বর্তমানে মিয়ানমার বিজিপির মাইক পোস্ট হতে বিজিপি চাকমাপাড়া পোস্টের দিকে কাজ চলমান রয়েছে,বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত উক্ত কার্যক্রম চলেছে বলে জানা যায়। ঘুমধুমের তমব্রু এলাকার ব‍্যাবসায়ী মোঃ সরোয়ারের জানান সীমান্তের ৩৪/৩৫ এলাকার মিয়ানমারের কাটাতারের সীমানা প্রাচীন পুনরায় সংস্কারের দৃশ্য তিনিও দেখেছেন। উল্লেখ্য উক্ত সীমান্ত এলাকা দিয়ে চলতি সময়ে কোন হট্র গোল নেই বলেও জানান স্থানীয়ভাবে বসবাসকারী লোকজন।