আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকার, মিয়ানমারের ভিতরে কাঁটাতারের বেড়া তিন স্তরের হচ্ছে

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : সোমবার ৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:১৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি- মিয়ানমার সীমান্তের বিজিপি কর্তৃক  ঐদেশের সিভিল লোকজনে মাধ্যমে নতুন কাঁটাতারের সাহায্যে তিন স্থর বিশিষ্ট কাঁটাতারের বেড়া  পূনঃসংস্কারের কাজ পুরু দমে চলছে।সোমবার ৪ সেপ্টেম্বর  আনুমানিক সকাল ৯টা ৩০মিনিট থেকে সীমান্ত এলাকার অনেক স্থায়ী বাসিন্দারা  দেখেছেন দেখতে পেয়েছেন এসব দৃশ্য।ক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে মিয়ানমার ২ বিজিপির তুমব্রু রাইট ক্যাম্পের অধীনস্থ মাইক পোস্ট হতে উত্তর দিকে মেইন পিলার-৩৪ এর ৫২ ওবিপি পিলার হতে পূর্ব দিকে মিয়ানমার নির্মিত কাঁটাতারের

বেড়া সিভিল লোকজনের মাধ্যমে নতুন কাঁটাতারের সাহায্যে পূর্বের চেয়ে অধিক মজবুত করে তিন স্থর বিশিষ্ট কাঁটাতারের বেড়ার  পূনঃসংস্কারের কাজ করতে দেখা যায় বলে জানিয়েছেন  সীমান্তবর্তী বসবাসকারী ছৈয়দ আলম সহ অনেকে, এই কাজ সন্ধ‍্যা ৫টা ৩০ মিনিট পযর্ন্ত  উক্ত কার্যক্রম  বহাল ছিল বলে জানা যায়।