নাইক্ষ্যংছড়ির অধীনস্থ ঘুমধুম ইউপির কচুবনিয়া এলাকা থেকে পাচার কালে বিদেশী বিয়ার(ক্যান ১২%)সহ আবুল আলা নামের এক পাচারকারীকে আটক করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ।
সোমবার(২৫ সেপ্টেম্বর) রাত ৮টার সময় নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) টানটু সাহ'র নির্দেশনায়। ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইন্সপেক্টর) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়ার তত্বাবধানে এসআই ধর্মজিত সিংহের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায়। ঘুমধুম ইউপির কচুবনিয়া বড়ুয়াপাড়া প্রদীপ বড়ুয়া'র বাড়ীর সামনে থেকে ২৪টি বিদেশী বিয়ার ক্যান (১২%)সহ পাচারকারী এক যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃত ব্যক্তি: ঘুমধুম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মগঘাট এলাকার আবুল হাসেমের পুত্র আবুল আলা(২৩) বলে জানা যায়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) টানটু সাহ বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।