আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম ইউপি'র প‌্যানেল চেয়ারম‌্যান কামাল মেম্বার ৪০ হাজার পিস ইয়াবা সহ আটক

মোঃ ইফসান খান ইমন,নাইক্ষ্যংছড়ি | প্রকাশের সময় : সোমবার ৪ এপ্রিল ২০২২ ০৭:২১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

ঘুমধুম ইউপি'র প‌্যানেল চেয়ারম‌্যান কামাল মেম্বার ৪০ হাজার পিস ইয়াবায় র‌্যাবের জালে আটকে পড়েছে। সোমবার (৪ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেতবুনিয়া বাজার এলাকার তার নিজ বাস ভবন থেকে তাকে আটক করেন তারা। র‌্যাব-১৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তধ্য নিশ্চিত করা হয়। এদিকে আটক কামাল উদ্দিন(৪৮) ঘুমধুম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বেতবনিয়া বাজার এলাকার আলতাফ হোছনের ছেলে। সে উদ্দিন ঘুমধুম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য। তাকে সোমবার বিকেলে ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়। যার সত্যতা নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি টানটু সাহা। টানটু সাহা বলেন,এক কাট ইয়াবায় ১০ হাজার পিচ হিসেব করে ৫ কাটে ৪০ হাজার পিচ র‌্যাব জব্দ করে বলে যেটি বলা হলেও মূলত সকলের উপস্থিতে গুনে ৫ কাট ইয়াবা প্যাকেটে পাওয়া গেছে ৩৭ হাজার ৮০০ পিচ। যা নিয়ে তারা মামলা করছেন। এতে আসামী কামাল মেম্বার একজনই। স্থানীয়রা জানান,তিনি এর আগেও ইয়াবা মামলায় আটক হয়ে জেল খেটেছিলেন। কিন্ত সম্প্রতি তিনি ইয়াবা সহ মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেও অনেক দাবী করেন। আবার অনেকেকর দাবী ঘুমধুম ইউনিয়ন পরিষদে কামাল মেম্বার সহ পরিষদের গুরুত্বপূর্ণপদের অনেকেই এ পেশার সাথে জড়িত বলে তারা মনে করেন।