দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান এবং RRRC এর প্রতিনিধি দল কর্তৃক সকাল ১১টা ২০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পশ্চিমকূল এবং বাংলাদেশ-মিয়ানমার সেতুর পার্শবর্তী স্থানে রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্দেশ্যে নির্মানাধীন দুইটি ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালীন সময়ে সচিবের সাথে RRRC এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য নির্মানাধীন ট্রানজিট ক্যাম্প ও বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু পরিদর্শন শেষে আনুমানিক ১২টা ৪০ মিনিটের সময় প্রতিনিধি দলটি এলাকা ত্যাগ করেন কক্সবাজারের উদ্দেশ্যে।