আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ির কচুবুনিয়া থেকে দশ হাজার ইয়াবা উদ্ধার বিজিবির

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : সোমবার ১০ এপ্রিল ২০২৩ ০৩:৫৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের ইউনিয়নের তুমব্রু বিওপির বিশেষ টহল দল কর্তৃক মালিক বিহীন ১০,০০০ (দশ হাজার) পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ১০ এপ্রিল সোমবার রাত ৩টা ৩০ মিনিটের সময় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ তুমব্রু বিওপির বিশেষ টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বিওপি হতে ৪ কি.মি. উত্তর-পশ্চিম কোণে এবং মেইন পিলার-৩৪ হতে আনুমানিক ৪ কি.মি. পশ্চিম-উত্তর কোণে নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নের কচুবুনিয়া নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় মালিক বিহীন ১০,০০০ (দশ হাজার) বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে বলে সুত্রে জানা গেছে। উল্লেখ্য ঐ এলাকার স্থানীয় চোরাচালানে নিয়োজিত সীমান্তের বিভিন্ন দূর্গম পথ ব্যাবহার করে স্থানীয় বিজিবির চোখকে ফাঁকি দিয়ে মিয়ানমারের তৈরি বিভিন্ন প্রকার মাদক দ্রব্য,এবং বিভিন্ন ব্রান্ডের সিগারেট বাংলাদেশের ভিতরে এনে ছড়িয়ে দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এলাকাবাসী সুত্রে জানা যায় সীমান্তে নিয়োজিত বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে অবৈধ মাদকের বিরুদ্ধে।