আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়িতে ৭৫০ প‍্যাকেট বার্মিজ সিগারেট উদ্ধার

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : মঙ্গলবার ৩১ জানুয়ারী ২০২৩ ০২:৫৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

মঙ্গলবার সকাল ৯ ৩০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কাস্টমস মোড় এলাকা হতে মালিক বিহীন ৭৫০ প্যাকেট Hongtashan বার্মিজ সিগারেট উদ্ধার করেছে ঘুমধুম বিওপির সদস্যরা। সুত্রে জানা যায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বিভিন্ন সীমান্ত পয়েন্ট থাকাতে মিয়ানমারের সঙ্গে, কিছু চোরা কারবারী স্থানীয় প্রসাসনের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন পয়েন্টের দুর্গম পথ মাড়িয়ে বাংলাদেশের ভিতরে নিয়ে আসছে বিভিন্ন ব্র্যান্ডের রাজস্ব বিহীন বিদেশি তৈরি সিগারেট,ইয়াবা,এবং দামি ব্রান্ডের বিভিন্ন প্রকার বিদেশী মদ। উক্ত সীমান্ত জনপদে কক্সবাজার ৩৪ বিজিবির বিভিন্ন বিওপির জোয়ানরা রাত দিন সমান তালে সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারপরেও ঘুমধুম এরিয়ার মিয়ানমারের সীমানা এলাকার কিছু দুর্গম জায়গা দিয়ে মিয়ানমারের কিছুটা ভিতরে গিয়ে চোরাকারবারি সিন্ডিকেটের সদস্যরা চোরাই পথে বিভিন্ন মাদকদ্রব্য বাংলাদেশের ভিতরে এনে ছড়িয়ে দিচ্ছে দেশের বিভিন্ন জায়গাতে।