আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়িতে ৩৭কোটি টাকা মূল্যের ৭ কেজি ৩৯৬গ্রাম ক্রিস্টাল মেথ আটক বিজিবির

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১১ মে ২০২৩ ০৭:০৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া বিওপির বিশেষ টহল দল কর্তৃক মালিক বিহীন ৭কেজি ৩৯৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস আটক করা হয়েছে। বুধবার ১০টা ৩০ সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্হ রেজুপাড়া বিওপির বিশেষ টহল দলের কমান্ডার নায়েক মোঃ বিপুল ইসলাম এর নেতৃত্বে টহল দল কর্তৃক বিওপি হতে আনুঃ ১ কিঃ মিঃ উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে গর্জনবনিয়া নামক স্থান থেকে মালিক বিহীন অবস্থায় ৭কেজি ৩৯৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস আটক করেছে। ধারনা করা হচ্ছে পাশ্ববর্তী দেশ মিয়ানমার থেকে ঐ মাদক গুলো বাংলাদেশে এনে সুযোগ বুঝে পাছার করে দিত চোরাকারবারিরা কিন্তু স্থানীয় বিজিবির টহল দলের অস্তিত্ব টের পেয়ে মাদক গুলো ফেলে পালিয়ে যায পাছার কাজে জড়িত চক্রটি। অনেকেই বলেন নাইক্ষ্যংছড়িতে এই প্রথম এত উচ্ছ দামি মাদক ধরা খেল বিজিবির হাতে,এর আগে নাইক্ষ্যংছড়ি উপজেলার কোথাও এত দামি মাদক আইস আটক হয়নি। ধারণা করা হচ্ছে আটক ক্রিত আইস গুলোর বাজার মুল্য ৩৭ কোটি টাকার মত হবে! সীমান্তবর্তী বসবাসরত মানুষ বিজিবির সীমান্ত সুরক্ষার পাশাপাশি অব্যাহত মাদকের বিরুদ্ধে চলমান এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।