নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনস্হ নিকুছড়ি বিওপির দায়িত্ব পূর্ণ এলাকার সীমান্ত সড়কে, গাড়ি দূর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে রোববার সকাল ৯টা৩০মিনিটের সময় নিকুছড়ি সীমান্ত সড়কে একটি ডাম্পার দূর্ঘটনায় পতিত হয়ে উল্টে গিয়ে ঘটনাস্হলেএক শ্রমিক নিহত হন নিহত ব্যাক্তির নাম মোঃ এহসান(১৬) পিতাঃ জাহাঙ্গীর আলম সাং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা। এছাড়াও তিন জন শ্রমিক আহত হয়ে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানা যায়। সুত্রে জানাযায় , শ্রমিকরা একটি ডাম্পারে করে কাজের জন্য কক্সবাজার ১৬ ইসিবির তত্ত্বাবধানে নির্মাণাধীন সড়কে জিকু ঠিকাদারের অধিনে উপরোল্লিখিত সীমান্ত লাগোয়া সীমান্ত সড়কে উঠার সময় ডাম্পারটি উল্টে গিয়ে নিচে পরে ঘটনাস্থলে ১ জন নিহত হয় এবং বাকী ৩ জন আহত হয় বলে জানাগেছে। আহতরা হলেন ইউসূফ আলী(১৭) পিতাঃসামশুল আলম, সাং চাকঢালা থানা,নাইক্ষ্যংছড়ি হাবিবুল্লাহ (১৯) পিতাঃ নবী হোসেন সাংঐ। মিজানুর রহমান (২২) পিতাঃনূরু সাং দঃ সালামী পাড়া, উল্লেখ্য আহতরা সবাই হাত,পা মাথা ও শরীরের বিভিন্ন স্হানে আঘাতে মারাত্মক ভাবে জখম হয়েছে।