আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়িতে গোলাগুলির বিকট শব্দ

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বুধবার ১৯ এপ্রিল ২০২৩ ১০:২৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

 

নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমার সীমান্ত দিয়ে মঙ্গলবার ১৮ এপ্রিল সন্ধ‍্য ৬টা ৪৫ মিনিটের সময় ঘুমধুম ইউনিয়নের তমব্রুর ৩৪ নং সীমান্ত পিলার দিয়ে মিয়ামারের সামান্য ভিতর থেকে থেমে থেমে ১৮ রাউন্ড গুলি বিস্ফোরণের বড় শব্দ তমব্রুর সীমান্ত এলাকায় আসে বলে স্থানীয়রা জানান।

তমব্রু বাজারের মোঃ কামাল জানান  তখন সবে মাত্র ইফতার শেষ করে অতি গরমের কারণে বিশ্রাম নিচ্ছিলেন তিনি, হঠাৎ করে মিয়ানমারের ভিতর থেকে কিছুক্ষণ পরপর গুলির শব্দ আসার কারনে তার মনে আতঙ্ক সৃষ্টি  হয়।

ঐ এলাকার আরো কয়েক বলেন,বর্তমানে মিয়ানমারের সামান্য ভিতরে দীর্ঘদিন ধরে অবস্থান নিয়ে আছেন সে দেশের বিদ্রোহী গ্রুপ ব‍্যাপক আলোচিত আরকান আর্মি সদস্যরা,ধারণা করা হচ্ছে আরকান আর্মির বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সীমান্ত এলাকায় ঘুরাঘুরি করার সময় তাদের অবস্থান জানান দেবার জন্যেও মাঝে মধ্যে ফাকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে থাকে।