আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়িতে অবৈধপথে আসা ৭৯১ কেজি মিয়ানমারের সুপারি আটক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : মঙ্গলবার ২২ অগাস্ট ২০২৩ ০৯:৪৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক মালিক বিহীন ৭৯১ কেজি বার্মিজ সুপারি আটক করা হয়েছে।

মঙ্গলবার ২২ আগষ্ট বিকেল তিনটার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনস্থ লেম্বুছড়ি বিওপির হাবিঃ মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল দল কর্তৃক বিওপি থেকে দক্ষিণ-পশ্চিম দিকে এবং সীমান্ত পিলার-৪৯ এর পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে দোলনঝিরি রোডের পাশ হতে মালিক বিহীন ৭৯১ কেজি বার্মিজ সুপারি আটক করতে সক্ষম হয়। আটক হওয়া সুপারির আনুমানিক বাজার মুল‍্য চার লক্ষ টাকার কাছাকাছি হতে পারে বলে জানা যায়,আটককৃত সুপারি পরবর্তী নিলাম কার্যক্রমের জন্য  বিওপি হেফাজতে আছে।উল্লেখ্য নাইক্ষ‍্যংছড়ির সীমান্ত এলাকার কয়েকটি সীমান্ত পয়েন্টের কিছু দূর্গম জায়গা দিয়ে সীমান্ত এলাকার চোরাকারবারিরা সরকারি রাজস্ব ফাকি দিয়ে মিয়ানমারের উৎপাদিত সুপারি বাংলাদেশের অভ‍্যন্তরে এনে কৌশলে বিভিন্ন বিচ্ছিন্ন এলাকা দিয়ে কক্সবাজার,চট্রগ্রামে পাচার করছে।স্থানীয় সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবি সদস্যরাও চোরাচালান প্রতিরোধে সজাগ রয়েছে বলে জানা গেছে।