নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার এসআই কাজী তৌফিকুল ইসলাম, ঘুমধুম তদন্ত কেন্দ্রের এএসআই সালাউদ্দিন পিপিএম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। পুলিশ সুত্রে জানাযায়, ঘুমধুম ইউপি'র ৫নং ওয়ার্ডের টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখে সন্দেহ ব্যাক্তিদের তল্লাশি করলে এসময় ইয়াবাসহ দুই যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃত আসামীরা হল: ঘুমধুম ইউপির ৭ নং ওয়ার্ড আজুখাইয়া এলাকার ছৈয়দ আলমের পুত্র মোঃ মুক্তার (২১) এবং ঘুমধুম ইউপির ৬নং ওয়ার্ড কচুবনিয়া এলাকার ছৈয়দ আলমের পুত্র জালাল মিয়া(৩০)।
ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইন্সপেক্টর) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধেহ জনক দুই ব্যক্তিকে তল্লাসী করলে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় পুলিশ।
তিনি আরো বলেন মাদক ওসন্ত্রাসী বিরোধী পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টানটু সাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক কৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা হয়েছে।