নাইক্ষ্যংছড়ি সীমান্তের পাইনছড়ি পয়েন্টে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার ( ১৬ মার্চ) সকাল পৌঁনে ৮ টা থেকে ঘন্টা ব্যাপী এ গোলাগুলির ঘটনা ঘটে। পাইনছড়ি গ্রামের একাধিক বাসিন্দা, কেয়ানো মার্মা,শফিক আহমদ, নুরুল ইসলাম ও রেজাউল করিম জানান,তারা প্রতিদিনকার ন্যায় সকাল পৌঁনে ৮ টায় বাড়ি থেকে কাজে বের হলে হঠাৎ শুনতে পান সীমান্তে এলাকার মিয়ামারের সামান্য ভিতরে গোলাগুলি শব্দ। শুনে সীমান্তে অনেকে প্রথমে ভয় পেয়ে যান পরে, মাথায় আসে সেই জান্তা বাহিনী ও
বিদ্রোহী বাহিনীর মধ্যকার সংঘর্ষের বিষয়টি। এর পর লোকজনের মাঝে আর তেমন কোন ভয় কাজ করছিলো না।
এ সময় থেমে থেমে ৭০ রাউন্ড গোলাগুলির শব্দ তারা শুনেন বলে জানান।
এর আগের দিন ১৪ মার্চ শুক্রবার ভোরে জামছড়ি পয়েন্টের ওপার থেকে বেশ গোলাগুলির শব্দ শোনা গেছে।
যা আগের মতো বলে এপারের মানুষ মাঝে তেমন গুরুত্ব পায়নি।
অপর দিকে গত ২ দিন ধরে রাখাইনের বলিবাজারের আশপাশে বিদ্রোহী আরকান আর্মিকে লক্ষ্য করে জান্তা বাহিনী বিমান হামলা চালিয়ে আসছে বলে সুত্রে জানা গেছে।