নাইক্ষ্যংছড়ি বিজিবি'র মাদক বিরোধী অভিযানে আবারও ইয়াবাসহ এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি।
বুধবার (২২নভেম্বর ) সকাল সাড়ে ৯টার সময় নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি'র জোন কমান্ডার ও অধিনায়ক লে: কর্নেল মো: সাহল আহমদ এসি,এর দিক নিদের্শনায় এবং ১১বিজিবি বিশেষ একটি টিম নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি ঠান্ডাঝিরি এলাকা থেকে ৩হাজার ৯শ ৬০পিস ইয়াবাসহ জাকির হোসেন নামের এক পাচারকারিকে আটক করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ১১ লাখ ৬০হাজার টাকা।
আটককৃত ব্যক্তি হলেন,টেকনাফের জাদি মুরা গ্রামের দিল মোহাম্মাদ এর পুত্র জাকির হোসেন (২৮)।নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক লে.কর্নেল মো. সাহল আহমেদ নোবেল এসি,জানান,সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র পাচার,অবৈধ কাঠ পাচার,ও পরিবহনসহ অন্যান্য যেকোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং সীমান্তে এলাকায় যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে ১১ বিজিবির এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।