আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে ইয়াবা উদ্ধার,সোনাইছড়ি সড়কে নজরদারি বাড়ানোর দাবি

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : রবিবার ১৯ নভেম্বর ২০২৩ ০৫:২৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবি অভিযান চালিয়ে ৯হাজার ৩শ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১১বিজিবি)।

রোববার (১৯ নভেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় বিজিবি তাৎক্ষণিক ভাবে কাউকে আটক করতে পারেনি। 

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক লে.কর্নেল  মো. সাহল আহমেদ নোবেল এসি,জানান, সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র,ও মাদকদ্রব্য পাচার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

জানা যায় নাইক্ষ‍্যংছড়ি সোনাইছড়ি সড়কটি নির্জন এবং মানুষের পদচারনা কম হওয়াতে সীমান্তবর্তী এলাকার চোরাচালানে জড়িত ব্যক্তিরা উক্ত সড়ক দিয়ে সুযোগ বুঝে বিভিন্ন মাদকদ্রব্য পাচার করে থাকে,স্থানীয় সচেতন মহল মনে করেন ওই সড়কে স্থায়ীভাবে একটি বিজিবি চেকপোস্ট স্থাপন করা জরুরি।