আজ বুধবার ১ মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১

নাইক্ষ্যংছড়ির পাহাড় থেকে দেশীয় অস্ত্র ও বার্মিজ মদ উদ্ধার বিজিবির

মোঃইফসান খান ইমন,নাইক্ষ্যংছড়ি : | প্রকাশের সময় : সোমবার ২৩ মে ২০২২ ১২:১৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম সীমান্তবর্তী দোছড়ি ইউনিয়ন থেকে ১৩টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ১২ বোতল বার্মিজ মদ উদ্ধার করেছে বিজিবি। 

রবিবার, (২২ মে) রাতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি'র একটি চৌকস টিম দোছড়ি ইউনিয়নের লেম্বুতলী এলাকায় অভিযান চালিয়ে এসব অগ্নি অস্ত্র ও বার্মিজ মদের বতল উদ্ধার করেন। ১১ বিজিবি'র এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় বাংলাদেশ ১১বর্ডার গার্ড ব্যাটলিয়ন(বিজিবির) অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দোছড়ি ইউপির লেম্বুতলী এলাকার একটি পাহাড়ে মাটির গর্তের ভিতরে লুকানো ও পরিত্যক্ত অবস্থায় ১৩ টি দেশীয় অস্ত্র (একনলা বন্দুক) ও ১২ টি বার্মিজ মদের বতল উদ্ধার করতে সক্ষম হন। এ বিশয়ে আশে পাশে স্থানীয় লোকজনদের জিজ্ঞাসা করা হলে কোন প্রকার তথ্য পাওয়া যায়নি। উদ্ধারকৃত অস্ত্র এবং বার্মিজ মদ নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরী করে জমা করা হয়েছে। বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসাইন সাংবাদিকদের জানান সীমান্ত সুরক্ষার পাশাপাশি এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে আভিযানিক ব্যবস্থা এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।