আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ্যংছড়ির জনপ্রিয় গোলরক্ষক আফ্রো মারমা আর নাই

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ্যংছড়ি: | প্রকাশের সময় : বুধবার ৪ জানুয়ারী ২০২৩ ০৯:১৮:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ধুংরি হেডম্যান পাড়ার বাসিন্দা নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল টিমের সাবেক গোলরক্ষক আপ্রো মার্মা চট্টগ্রাম ডক্টর হসপিটালে মারা যান। মঙ্গলবার রাত সাড়ে ছয়টায় চট্টগ্রাম ডক্টর হসপিটালে ক্যানসার রোগে মারা যান। আপ্রো মার্মা হল অংহ্লাখাই মার্মার চার ছেলের মধ্যে তৃতীয়। তিনি বিবাহিত এবং সাড়ে তিন বছরের এক কন্যা সন্তানের বাবা ছিলেন। আফ্রো মার্মা ২০১০ সাল থেকে উপজেলা ফুটবল দলের সাথে গোলরক্ষক হয়ে খেলে উপজেলার সেরা গোলরক্ষক হয়ে ছিলেন এবং ২০১৮ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি'র কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। খেলাধুলা করার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা অফিসে অস্থায়ী চাকরি করতেন এবং সর্বশেষ তিনি এনজিও'র অধীনে আলীকদম নির্বাচন অফিসে কম্পিউটার অপারেটরের কাজ করতেন।