আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ্যংছড়ির আদর্শগ্রামে গভীররাতে হানা দিয়ে টাকা এবং স্বর্ণ লোপাটের অভিযোগ

নাইক্ষ‍্যংছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ নভেম্বর ২০২৩ ০৭:৪৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের আদর্শগ্রামে গভীররাতে একদল দুস্কৃতিকারী হানা  দিয়ে ২ লক্ষ টাকা লুট করার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় ভক্তভোগী নাইক্ষ্যংছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান,এ সময়

অভিযোগকারী মনোয়ারা বেগম আরো জানান।পেশাগত কারণে তার স্বামী নূর মোহাম্মদ থাকেন বান্দরবান জেলা রুমাতে, তিনি তার স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে প্রতিদিনকার ন্যায় ঘুমিয়ে পড়ে বুধবার রাত ১০ টার পরপর । 

সময় গড়িয়ে ১২ টা পার হয়ে বৃহস্পতিবার ( ২ নভেম্বর) ভোর রাত ৩ টার দিকে তার বাড়ির ভেতরে লোকজনের আনাগোনায় ঘুম ভেঙ্গে যায় তার। চোখ খুলে দেখে তার প্রতিবেশী আলী আক্তার ও তার পরিবারের আরো কয়েকজন তার দিকে তেড়ে এসে একজন তার মূখ চেপে ধরে। তার হাতে ছুরি ছিল। অপরজনদের হাতে দা দেখে সে। 

এক পর্যায়ে এ  দা দিয়ে তার ( মনোয়ারার)  গলায় উচিয়ে ধরে আরমারির চাবি নিয়ে আগের দিন উত্তোলন করা ৫০ হাজার টাকা ও সেখানে রক্ষিত তার বিয়ে দেয়া মেয়ের রক্ষিত দেড় ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। তিনি জানান,ঘটনাটি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। সচেতন কয়েকজন বিষয়টি নাইক্ষ্যংছড়ি থানাকে অবহিত করতে বলায় তিনি এ অভিযোগ দায়ের করেন।

অপর দিকে লুটপাটে অভিযুক্ত আলী আক্তার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন,সামান্য মুরগী সংক্রান্ত একটি বিষয় নিয়ে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে উল্টো তাদেরকে ফাঁসাচ্ছে এ মহিলা। তারা নির্দোষ। উক্ত এলাকার সমাজ সর্দার নুরুল ইসলাম বলেন,অভিযোগে আনা বিষয় গুলো সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানান।