আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা ও কমিটি গঠন

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩ অক্টোবর ২০২৪ ০৯:২৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু' র  সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

অনুষ্ঠিত হয়। পূজা মণ্ডপের নিরাপত্তা ও  নিরাপত্তা বাহিনীর ডিউটি, ঝুঁকিপূর্ণে বিষয়সহ মন্ডপের সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করণের বিষয়ে আলোচনা করেন। এছাড়া প্রতিটি মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়ন করার পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ যাতে সঠিক ভাবে সরবরাহ করা হয়, সে জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু। 

সভায় বান্দরবার জেলা প্রশাসক কার্যালয়ের পত্র নং ০৫.৪২.০৩০০.৪০৩.০৪.০০৭.২৪.৭৬৯ (ক) ২৯ এর আলোকে শারদীয় দুর্গাপূজা উদযাপন ২০২৪ ও পুজা মন্ডপের নিরাপত্তা বিধানে মনিটরিং কমিটি গঠন করা হয়। 

উক্ত সভায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি এনএসআই কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবুল হোছাইন,নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আমজাদ হোসেন,নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন, ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ, উপজেলা বিএনপি নেতা নুরুল আবছার সোহেল সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, 'বর্তমান পরিস্থিতিতে কোন প্রকার গুজবে কান না দিয়ে উৎসব স্বয়ং সম্পূর্ন করাই লক্ষ্য। নাইক্ষ্যংছড়ি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অ-প্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে'। বিশেষ নিরাপত্তার স্বার্থে উপজেলার সকল পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। সেইসাথে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের।

আয়োজকেরা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৩টি পূজা মন্ডপে জাঁকজমক আয়োজনে এবারের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরি,সাজ সজ্জার কাজসহ যাবতীয় প্রস্তুতির কাজ সমাপ্তির পথে।