আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে মহান বিজয় দিবস পালিত

মো: ইফসান খান ইমন নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ১৭ ডিসেম্বর ২০২১ ১২:২২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের  নাইক্ষ্যংছড়ি উপজেলায়  মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরের আলো ফুটার সাথে সাথে বিভিন্ন দল, প্রশাসন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে উপজেলা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়।

 

নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ  সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় জাতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস,নাইক্ষ্যংছড়ি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ  আলমগীর হোসেন। 

 

এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলাপরিষদ সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা  ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, ভাইস চেয়ারম্যান (মহিলা) শামীমা আক্তার,উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুতাহের,সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মো:  ইমরান, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, বাইশারী ইউপি চেয়ারম্যান মো: আলম, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মার্মা, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ

 প্রমুখ।পরে শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করার পর ও কুচকওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারীরিক কসরত প্রদর্শন, ক্রীড়া  প্রতিযোগিতার মাধ্যমে বিজয় দিবসের উৎসব পালন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

 

এদিন বিকালে একই মাঠে মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কন্ঠে কন্ঠ মিলিয়ে শপথ গ্রহণ করেন পবা উপজেলার হাজারো মানুষ। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন 

উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ, উপজেলা নির্বাহী আফিসার সালমা ফেরদৌস, থানা'র ওসি মুহাম্মদ আলমগীর হেসেনসহ প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সুধিজনসহ সর্বস্তরের জনগণ।