আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষন উদ্বোধন

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : সোমবার ২১ অগাস্ট ২০২৩ ০৮:২১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার  বাইশারীতে  গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে। 

২১ আগষ্ট সোমবার সকাল ১১ টায় বাইশারী ইউনিয়ন পরিষদের হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা। 

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের  বিভিন্ন বিষয়ে ক্লাস করান উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামাল হোসাইন। 

প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিক মোঃ ওমায়ের জাহিদ।

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা ও  নিরাপত্তা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েনর প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় সারা বাংলাদেশের ন্যায় নাইক্ষ্যংছড়িতে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষন চলবে ২০ আগষ্ট হতে ৩১আগষ্ট পর্যন্ত উপজেলায় ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা সহ মোট ৬৪ জন প্রশিক্ষণার্থী গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) কোর্সে  অংশ গ্রহন করছেন।