আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে আইন-শৃংখলার সভায়,পাহাড় কাটা এবং জমির মাটি ইট ভাটায় যাওয়ার বিষয়ে ব‍্যাপক আলোচনা

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : সোমবার ১৫ জানুয়ারী ২০২৪ ০৮:৩১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

চাষিদের তামাক থেকে ফিরাতে হিমাগার স্থাপন এবং পাহাড়র কাটার আলোচনার মধ্যে দিয়ে

নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ধান বা সবজি চাষিদেরকে তামাক চাষ থেকে ফিরাতে হিমাগার স্থাপনের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া পাহাড়কাটা,অবৈধ ইটভাটা গড়ে তুলে কাঠপুড়ানো,ধানি জমির টপসয়েল কেটে ইটভাটায় পাচার ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

বিশেষ করে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত গৃহিত হয়।

এছাড়া সীমান্তের অন্যান্য চোরাচালান নিয়েও ব্যাপক আলোচনা হয়।  বিশেষ করে চোরাচালান ছাড়া আইন-শৃংখলার অন্যান্য বিষয় নিয়ে সন্তোষ প্রকাশ করা হয় সভায়।

সোমবার( ১৫ জানুয়ারী ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া।  প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ,বিশেষ অতিথি ছিলেন 

ভাইস-চেয়ারম্যান যথাক্রমে মংহ্লা ওয়াই মার্মা ও শামিমা আক্তার।

এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্নান,পার্বত্য মন্ত্রীর প্রতিনিধি খাইরুল বশর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম,মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইমরান চেয়ারম্যান

চেয়ারম্যান নূরুল আবছার,চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ,চেয়ারম্যান মোহাম্মদ আলম,প্রেস ক্লাব আহবায়ক আবদুল হামিদ,সদস্য সচিব জাহাঙ্গির আলম কাজলসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সকল সদস্য।