আজ রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ই আশ্বিন ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেড বাস্তবায়নে মানববন্ধন ও স্মারকলিপি

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষদের আয়োজনে সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর)  সকাল ১১ টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন। নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের দক্ষিণ চাকঢালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আলা উদ্দিনের নেতৃত্বে মানববন্ধন পূর্বক

নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ ইউনিয়নের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত ) ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু' র মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন ।

এই সময় দীর্ঘ দিন ধরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ জাতীয় বেতন স্কেলে বৈষম্যের শিকার বলে জানান। নাইক্ষ্যংছড়ি দক্ষিণ চাকঢালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আলা উদ্দিন বলেন,তিনি দ্রুত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেড বাস্তবায়ন করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। 

স্মারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের মধ্যে আতিক উল্লাহ , জাহাঙ্গীর, মিজানুর রহমান, মো: শফিক, ছালামত উল্লাহ ও দিপন বড়ুয়া সহ  উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ । উল্লেখ্য যে, সকাল সাড়ে ১১ টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা ৫ ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেড বাস্তবাযনের দাবীতে "উপজেলা প্রশাসনের প্রধান ফটকের সামনে"  মানববন্ধন করেন। মানববন্ধন শেষে সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু' র মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন ।

দুপুর ১ টায় শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।