আজ সোমবার ৬ মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে দু'ট্রলি দূর্ঘটনায় ১৩ শ্রমিক আহত

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ্যংছড়ি: | প্রকাশের সময় : শনিবার ২৭ মে ২০২৩ ০৬:১৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের লেবুছড়ির পাহাড়ি সড়কে দু'ট্রলি গাড়ির ধাক্কায় দূর্ঘটনা পতিত হয়েছে। এতে আহত হয়েছে ১৩ জন শ্রমিক। যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে। উক্ত ঘটনাটি ঘটেছে ২৭ মে (শনিবার) সকাল সাড়ে ১০ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি এলাকায় পাহাড়ের ঢালু থেকে নামার সময় ১টি শ্রমিকবাহী গাড়ি অপর ১(এক) টি শ্রমিকবাহী ট্রলি গাড়িকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোট ১৩ (তেরো) জন শ্রমিক আহত হয়। ঘটনাস্থল থেকে আহত ৯ জন শ্রমিক কে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে আহত ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে সুত্রে জানা গেছে। বাকী ৪ জন শ্রমিক কে ঘটনাস্থল থেকে কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় আহতদের নাম ও ঠিকানা রমজান আলী (২৫), পিতা- লাল মিয়া, সাং- রামু চাবাগান, রামু, কক্সবাজার। মোঃ: ইউসুফ (৫০), পিতা: আবদুরশিদ, সাং- পানির ছড়া, রামু, কক্সবাজার। ইব্রাহিম খলিল (৪৬), পিতা- মোতাহের আলম, সাং- জোয়ালিয়ানালা, রামু, কক্সবাজার। মোঃ হাবিব (৪৮), পিতা- জাকের হোসেন, সাং- পানির ছড়া, রামু, কক্সবাজার। ফজুল করিম(৪৫), পিতা- গোলাম শরীফ, সাং-জোয়ালিয়ানালা, রামু, কক্সবাজার। জাফর আলম (২৭), পিতা- বশির আহমদ, সাং- জোয়ালিয়ানালা, রামু, কক্সবাজার। সৈয়দ হোসেন (৫২), পিতা- মৃত রাজা মিয়া, সাং-জোয়ালিয়ানালা, রামু, কক্সবাজার। আলী হোসেন (৪৫) পিতা- মৃত আমির হোসেন, সাং-জোয়ালিয়ানালা, রামু, কক্সবাজার। সিদ্দিকী আহমদ(২৮), পিতা- মৃত আব্দুল আজিজ, সাং- জোয়ালিয়ানালা, রামু, কক্সবাজার। উল্লেখ্য ঐ সড়কে সম্প্রতি আরো কয়েকটি সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহতের ঘটনা ঘটেছে।