নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া বিওপির বিশেষ টহল দল কতৃক মালিক বিহীন বিপুল বার্মিজ ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়েছে।
১৪ আগস্ট বুধবার রাত ১২ টা ৩০ মিনিটের সময় গোপন খবরের ভিওিতে কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি এর রেজুপাড়া বিওপির বিশেষ টহল দল কর্তৃক বিওপি থেকে পশ্চিম দিকে এবং সীমান্ত পিলার ৪১ এর জিরো লাইন থেকে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে তুলাতলী সরকারী জাম বাগান নামক স্থান থেকে বার্মিজ ইয়াবা ট্যাবলেট ৯ কাট (৯০,০০০ পিস) মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় অবস্থায় আটক করা হয়।
আটককৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৭০ লক্ষ টাকা বলে জানা গেছে। উল্লেখ্য সীমান্ত এলাকার স্থানীয় কিছু লোকের সহযোগিতায় চোরাকারবারীরা পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে ইয়াবা সহ অবৈধ মালামাল সময় সুযোগ বুঝে সীমান্ত রক্ষী বিজিবির দৃষ্টি ফাকিঁ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে এনে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করার চেষ্টায় থাকে। সীমান্ত জুড়ে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালার প্রতিরোধে দিনরাত কঠোরভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় মাঝেমধ্যেই সফলতার সাথে বড় ছোট অভিযান পরিচালনা করে ইয়াবা,আইস,সিগারেট,স্বর্ণ সহ বিভিন্ন অবৈধ মালামাল আটক করতে সক্ষম হচ্ছেন।