আজ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ ১৪৩১
কেঁওচিয়া ইউনিয়ন এলডিপি’র দ্বি-বাষিক সম্মেলনে কর্নেল (অবঃ) অলি

দেশে আর কোন ফ্যাসিবাদের উত্থান হবেনা

নুরুর ইসলাম সবুজ, সাতকানিয়া: | প্রকাশের সময় : বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫ ০৮:০৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ার কেঁওচিয়া দস্তিদার হাট চত্বরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি’র) কেন্দ্রীয় প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অবঃ) ডক্টর অলি আহমদ বলেছেন ফ্যাসিস্ট খুনি হাসিনা পতনের মধ্য দিয়ে  বাংলাদেশের নতুন যাত্রা শুরু হয়েছে  এবং শৃঙ্খল মুক্ত হয়েছে জাতি। একদলীয়  ও এক তরফা নির্বাচনের হাত থেকে এদেশের মানুষ স্বস্তি এসেছে। মানুষ আশা করে নাগরিক স্বাধীনতা হস্তক্ষেপ হবে না  আবাদ  সুষ্ট নিরপেক্ষ অংশগ্রহণমূলক  নির্বাচন হবে মানুষ নির্বিঘেœ  পছন্দমতো প্রাথীকে ভোট দিতে পারবে। যাতে আর কোনভাবে দেশে ফ্যসিবাদের উত্থান হবে না। রাষ্ট্রসমাজ  যেন গণতান্ত্রিক মূল্যবোধ  প্রতিষ্ঠা হয়  একদলীয়  লুটেরা  মাথা ছড়া দিয়ে  যেন উঠতে না পারে  সকলকে ঐক্যবদ্ধভাবে সজাগ আহ্বান জানান। তিনি গতকাল ৪ ফেব্রæয়ারি মঙ্গলবার রাতে কেঁওচিয়া দস্তিদার হাট চত্বরে কেঁওচিয়া ইউনিয়ন এলডিপির দ্বি-বাষিক সম্মেলনে এইসব কথা বলেন। তিনি আরো বলেন জাতীয় সংসদ নির্বাচনে  আমি আমার ছেলে অধ্যাপক ওমর ফারুককে আপনাদের হাতে তুলে দিলাম আমার হয়ে তার পক্ষে কাজ করবেন। আমি মন্ত্রী থাকা অবস্থায় আমি আপনাদের জন্য কি করেছি সবই আপনারা জানেন । গত ১৫ বছরে  আমার সংসদীয় এলাকায় কোন কাজ হয়নি  কারণ তার কোন যোগ্যতা ছিল না । বাংলাদেশ ভোট চুরি করে দিনের ভোট রাতে  করে মানুষ মেরে এমপি বানিয়েছিল  খুনি হাসিনা । শাসনের নামে দুঃশাসন  চালিয়েছে। বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের রক্তের বিনিময়ে স্বৈরাচার হাসিনা ও এমপি-মন্ত্রীরা দেশের বাইরে ভারতে পালিয়েছে।  এখন আওয়ামী লীগের  দোসররা যেখানে আছে খুঁজে বের করে আইনের আওতায় আনার অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি আহবান জানান। কেঁওচিয়া ইউনিয়ন এলডিপি’র সভাপতি মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন এডিপি’র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, এলডিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ শাহ্জাহান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি’র সভাপতি শিল্পপতি এম. এয়াকুব আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি’র সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, সাতকানিয়া উপজেলা এলডিপি’র সভাপতি মাহমুদুল হক চৌধুরী, উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা এলডিপি’র সাধারণ সম্পাদক হোসেন উদ্দিন আহমদ (ভূট্টো), কেঁওচিয়া ইউনিয়ন এলডিপি’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবরসহ এলডিপি’র অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।