আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

থানচি উপজেলা সংস্কারের ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ

থানচি (বান্দরবান) প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের থানচিতে দেশের বিভিন্ন জায়গায় মতো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আদিবাসী ছাত্র ও যুব সমাজের আয়োজনে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকালে থানচি বাজার প্রাঙ্গণে উপজেলায় সকল দুর্নীতি, অনিয়ম, অসাধু ব্যবসায়ীদের অবৈধ ভাবে বালু, পাথর, গাছ ও বাঁশ কর্তন বন্ধ ও সুশিক্ষা, উন্নত চিকিৎসার ব্যবস্থা করা গ্রহনের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান পূর্বক বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মংসিংশৈ মারমা সভাপতিত্বে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশের বক্তব্য রাখেন, ম্যাসিংওয়াং মারমা, সিংনয়া ম্রো, রেইংহাই ম্রো, অনন্ত ত্রিপুরা, মুক্তা চন্দ্র ত্রিপুরা ও সিংওয়াইমং মারমা প্রমুখ।

 

অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা প্রশংসা করে বক্তারা বলেন, দেশ সংস্কারের বর্তমান সরকার যে উদ্যোগ গ্রহণ করেছেন তা প্রসংসনীয়। একই সাথে এই উপজেলায় সকল দুর্নীতি, অনিয়ম, অসাধু ব্যবসায়ীদের অবৈধ বালু, পাথর, গাছ ও বাঁশ কর্তন বন্ধ ও সুশিক্ষা, উন্নত চিকিৎসার ব্যবস্থা করাসহ ১১ দফা দাবী জানানো হয়।

 

বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ শেষে সমন্বয়ক মংমে মারমা, মংসিংশৈ মারমা, ও উথোয়াইওয়াং মারমা স্বাক্ষরিত ১১ দফা দাবী জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন কাছে প্রদান করেন।