আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেলেন বান্দরবানের জেলা প্রশাসক

অসীম রায় বান্দরবান : | প্রকাশের সময় : সোমবার ১২ ডিসেম্বর ২০২২ ০৮:৪১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

 

'''''''''''যে রাধে সে চুলও বাঁধে ''''' এখন লক্ষ্য ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের- ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাস্তব। দেশের সবকিছু ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে।,,,প্রাধান মন্ত্রী শেখ হাসিনা '''' জনগণ হাতের নাগালে সব সেবা পাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে এখন চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে।

 

সোমবার (১২ ডিসেম্বর  দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে 'প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি' এ প্রতিপাদ্যে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে এখন লক্ষ্য ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের- ,,,প্রাধান মন্ত্রী শেখ হাসিনা  ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাস্তব। দেশের সবকিছু ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে।

 

জনগণ হাতের নাগালে সব সেবা পাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে এখন চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে।

 

প্রগতিশীল প্রযুক্তি,  অন্তর্ভুক্তিমূলক উন্নতি"- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১২ ই ডিসেম্বর সোমবার  উদযাপিত হল ডিজিটাল  বাংলাদেশ  দিবস। 

 

এ দিবস উপলক্ষে  বঙ্গবন্ধু আন্তর্জাতিক  সম্মেলন কেন্দ্রে  ডিজিটাল বাংলাদেশ  পুরস্কার, ২০২২ প্রদান করা হয় ও  এক বর্ণাঢ্য  অনুষ্ঠানের আয়োজন  করা  হয়। এ অনুষ্ঠানে  প্রধান  অতিথি  হিসেবে  উপস্থিত ছিলেন  মাননীয়  প্রধানমন্ত্রী  শেখ  হাসিনা।

 

"বিদেশি পর্যটকদের বান্দরবান ভ্রমণে অনুমোদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে ওয়েব বেজড সফটওয়্যার"   তৈরি  করে  বান্দরবানের জেলা প্রশাসক  ইয়াছমিন পারভীন তিবরীজি  ও তাঁর দল ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২২ এর জেলা পর্যায়ে  শ্রেষ্ঠ কারিগরি-দলগত-সরকারি ক্যাটাগরিতে আজ পুরস্কার গ্রহণ  করেন। 

 

এ সফটওয়্যারটির মাধ্যমে  বিদেশি  নাগরিকগণ খুব  সহজেই  ঘরে  বসে অনলাইনে  তার সেবাটি পেতে  পারেন  এবং সেবা সম্পর্কে  যেকোন  আপডেট  পারেন।   তাছাড়া,  এ সফটওয়্যারে স্বরাষ্ট্র  ও পররাষ্ট্র  মন্ত্রণালয়কেও অন্তর্ভুক্ত  করা  হয়েছে।