কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার রমজান আলীসহ ১১জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসি।
শুক্রবার (২১ জানুয়ারী) বিকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ডুলাহাজারা বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভুক্তভোগী জনসাধারণ উপস্থিত হয়ে ইউনিয়ন পরিষদে সংগঠিত ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান প্রশাসনের কাছে।
মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন সনদ, ওয়ারিশ সনদসহ সবধরণের সেবা নিতে গিয়ে জনগনকে পদে পদে ভোগান্তির শিকার হতে হচ্ছে। পরিষদের সচিব গ্রাম পুলিশ সবাই মিলে জনগনকে অযথা হয়রাণি করছে। এর একটি বিহীত হওয়া প্রয়োজন।
মানববন্ধনে বিক্ষুদ্ধ এলাকাবাসি দাবি করেন, রমজান আলী জনগনের ভোটে মেম্বার নির্বাচিত হয়েছেন। জনগন যেখানে হয়রাণির শিকার হচ্ছে, সেখানে সহযোগিতা নিতে জনপ্রতিনিধি তথা মেম্বারের কাছে যাবে। ঘটনার দিন মেম্বার রমজান আলী ভুক্তভোগী এক নারীকে তাঁর স্কুলপড়–য়া মেয়ের জন্য জন্ম নিবন্ধন সনদ পাইয়ে দিতে পরিষদে গিয়েছিলেন। কিন্তু পরিষদের কর্মকর্তারা উল্টো সহযোগিতার বদলে অসৎচারণ করেছে। হামলা চালিয়েছে নির্বাচিত মেম্বার রমজান আলীর উপর।
এলাকাবাসি বলেন, উপজেলা প্রশাসন উদ্ভুদ্ধ পরিস্থিতির আলোকে জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। উল্টো জনগনকে সহযোগিতা দেওয়া ইউপি মেম্বার রমজান আলীসহ ১১জন নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা করেছে। আমরা উক্ত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাই। একইসঙ্গে ইউপি মেম্বারের উপর হামলার ঘটনাটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি। মানববন্ধন শেষে ডুলাহাজারা বাজারে সর্বস্থরের জনগনের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।