আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ে নারী সমাবেশ

মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী ২০২৪ ০৪:০০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে রাঙামাটি রাজস্থলীর গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ে  নারী সমাবেশে

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী )  উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গাইন্দ্যা  উচ্চ বিদ্যালয়ে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা, ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধ, নারী নির্যাতনসহ প্রভৃতি বিষয়ে ওই আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইন্দ্যা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মংবাথোয়াই মারমা। 

কাপ্তাই  সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন বেলাল প্রমুখ

 

এ সময় অনুষ্ঠানে বিভিন্ন  গ্রাম থেকে আসা নারী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন