আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে আট লক্ষ টাকার চোরাই কাঠ জব্দ

মোবারক হোসেন, খাগড়াছড়ি: | প্রকাশের সময় : মঙ্গলবার ২৩ জানুয়ারী ২০২৪ ০৬:১১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়ির গুইমারাতে জ্বালানি তেলের গাড়ী থেকে অন্তত আট লক্ষ টাকার চোরাই কাঠ জব্দ করেছে গুইমারা থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে গুইমারা থানাধীন জোড়া ব্রিজ নামক এলাকায় পুলিশের বিশেষ এক অভিযানে এসব চোরাই কাঠ জব্দ করা হয়। পুলিশ জানায়, পানছড়ি থেকে জ্বালানী তেলের বাউচারে অভিনব পন্থায় গাছের রদ্দা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গুইমারা থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় আট লক্ষ টাকার সেগুন ও গোদা গাছের রদ্দা জব্দ করে।

 

গুইমারা থানার ওসি মো: আরিফুল আমিন জানান, অভিনব পন্থায় অবৈধ কাঠ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলের গাড়ীতে আলাদা করে কাটা কুটুরি থেকে প্রায় আট লক্ষ টাকার গাছের রদ্দা জব্দ করা হয়েছে। কাঠ পাচারের সাথে জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে। জিগ্যাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।