আজ বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

খাগড়াছড়িতে গৃহহীনদের ঘর নির্মাণ পরিদর্শনে বিভাগীয় কমিশনার

মোবারক হোসেন, খাগড়াছড়ি : | প্রকাশের সময় : রবিবার ১৯ ডিসেম্বর ২০২১ ০৯:৫৮:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়ি সদর উপজেলা কুমিল্লা টিলা এলাকায় মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ২৫ পরিবারের জন্য ২য় পর্যায়ে নির্মাণাধীন গৃহের কাজের স্বচ্ছতা যাছাই-বাছাইয়ে পরিদর্শন করেছেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার, এনডিসি, মোহাম্মদ কামরুল ইসলাম।

১৯ ডিমেম্বর রবিবার তিনি পরিদর্শন করেন, গৃহ নির্মাণ কাজ দেখে এবং গুণগত মান বজায় রাখায় সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন কালে তিনি প্রাক্কলন মোতাবেক সকল কাজ পরীক্ষা নিরীক্ষা করে দেখেন।

এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন, সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আকতার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজি মাসুদুর রহমান,ও স্থানীয় জনসাধারণ।জানাগেছে, সদর উপজেলা ২নং পৌর ওয়ার্ডের কুমিল্লা টিলা এলাকায় ২৫ টি গৃহহীন-ভূমিহীন,পরিবারের মাঝে ঘরের চাবি বুঝিয়ে দেয়া হয়েছে। ঘর পেয়ে গৃহহীন মানুষদের মুখে আনন্দের হাসি ফুটে।