বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চকরিয়া পৌরসভা বিএনপি'র উদ্যোগে কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে চকরিয়া আবাসিক মহিলা কলেজ হলরুম মিলনায়তনে পৌরসভা বিএনপি'র সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহাজাহান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কক্সবাজার জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পিপি এড. শামীম আরা স্বপ্না। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী ও দপ্তর সম্পাদক ইউসুফ বদরী।
জেলা নেতৃবৃন্দ ছাড়াও আয়োজিত সভায়
পৌরসভা বিএনপি'র উপদেষ্টা ও পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন, বিএনপি এদেশের সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল। দেশের মানুষের কাছে এই দল আস্থা অর্জন করেছে। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটানো হয়। দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মামলা, হামলা ও নানা ভাবে অত্যাচার-নির্যাতিত হয়েছেন। বিএনপির প্রতিটি নেতা-কর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দেওয়া হয়েছে। দেশ নতুন করে স্বাধীন হয়েছে ভেবে জনগণ থেকে যেন বিচ্ছিন্ন না করে ফেলি। নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসঙ্গে আগামী নির্বাচনের জন্য কাজ করে যাবেন। বর্তমান সময়ে দলকে তৃণমূল পর্যায়ে আরো গতিশীল ও সুসংগঠিত করা খুবই প্রয়োজন। বিএনপির দলীয় কোন নেতাকর্মী যাতে সংগঠন পরিপন্থী কাজ না করে। কেউ দলের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা সালাহ উদ্দিন আহমদ ও দলের যাতে সম্মান ক্ষুন্ন না হয় এ ধরণের কাজ থেকে দলীয় নেতাকর্মীদের বিরত থাকার জন্য সভায় আহ্বান জানান তিনি।