কক্সবাজার জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কক্সবাজার পৌরসভা কার্যালয়ের কনফারেন্স হলে সভায় বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, জেলা ক্রীড়া অফিসার মাইন উদ্দিন মিলকী, জেলা ক্রীড়ার সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন, খেলোয়াড় সমিতির সভাপতি ইকবাল মোহাম্মদ শামশুল হুদা টাইডেল, নুরুল আলম ফরাজি, ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এমআর মাহবুব প্রমুখ।
অ্যাসোসিয়েশনে নতুন সদস্য হতে ইচ্ছুক রেফারীদের আবেদন বিবেচনা অনুরোধ করেন বক্তারা।
অ্যাসোসিয়েশনের প্রয়াতদের সম্মানার্থে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালনের পর নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অনুপ বড়ুয়া অপু।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সাধারণ সম্পাদক আবুল কাসেম কুতুবী, সহ-সভাপতি পদে সুবীর বড়ুয়া বুলু, তপন কুমার শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান, কোষাধ্যক্ষ ফরিদুল আলম, দপ্তর সম্পাদক আহমদ কবির, সদস্য মনিরুল ইসলাম, শেখ মোহাম্মদ আবদুল্লাহ্, মোহাম্মদ আলী হোসেন, সিরাজুল হক, শফিউল আলম, আনসারুল করিম, আনোয়ার ইবনে কামাল, এসএম আনিসুল হক।
সভায় ২০১৯ থেকে ২০২২ সালের আর্থিক হিসাব বিবরণী উপস্থাপন করেন জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফরিদুল আলম।
এতে জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য অধ্যাপক জসিম উদ্দিন, আলী রেজা তসলিম, বিপ্লব কান্তি দে, খালেদ আজম বিপ্লবসহ কক্সবাজার জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের ১৩৩ জন সদস্য উপস্থিত ছিলেন।