৩৪ বিজিবি অধিনস্ত নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুইঙ্গাঝিরি এলাকার সীমান্ত পিলার ৩৯ এর বিপরীত মিয়ানমার ২ বিজিপির অধিনস্ত নারাইংচং বিজিপি ক্যম্প থেকে ১০ জানুয়ারী বুধবার সন্ধ্যা ৭টার দিকে পরপর দুটি ভারী অস্ত্রের বিস্ফোরণের বিকট শব্দ ভেসে এসে সীমান্ত এলাকায় কাপন সৃষ্টি করেছে বলে জানা গেছে। সীমান্ত পিলার ৩৯ থেকে কয়েক কিলোমিটার পূর্বে মায়ানমারের অভ্যন্তরে থেকে প্রায় শতাধীক রাউন্ড গুলি ফায়ারের শব্দও সীমান্ত পিলার এলাকায় এসেছে। হঠাৎ করে সীমান্ত এলাকায় ফায়ারের শব্দ ঘুমধুম ইউনিয়ন এর বাইশফাড়ি এলাকাতে আসার ফলে স্হানীয় লোক জন কিছুটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে বলে সীমান্তের কাছে থাকা লোকজন সুত্রে জানা গেছে। উল্লেখ্য মাঝখানে কয়েকদিন ঘুমধুমের সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার অভ্যন্তর থেকে বিভিন্ন প্রকার গোলাবারুদ বিস্ফোরণের শব্দ আসা বন্ধ ছিল,কিন্তু ৯ জানুয়ারি বিকেল ৪টার সময় ব্যাপক গুলি ফোটার শব্দ এসে থেমে যায়, পুণরায় বুধবার১০ জানুয়ারি সন্ধ্যা ৭টার সময় আবারও ব্যাপক গুলি এবং বড় আকারের দুটি বিস্ফোরণের শব্দ এসে সীমান্তবর্তী মানুষের মধ্যে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে,তিনি বলেন বিশেষ কাজে তিনি এলাকার বাইরে থাকার কারণে বিস্তারিত কিছু জানেন না।