আজ শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

ঋণ খেলাপির দায়ে সাতকানিয়ায় নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ জানুয়ারী ২০২২ ০৬:০০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

ঋণ খেলাপির দায়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার  আমিলাইশ ইউনিয়নে নৌকার প্রার্থী মো: সারোয়ার উদ্দীন চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

ঋণ খেলাপির দায়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো: জাহাঙ্গীর তার চেয়ারম্যান পদের 

মনোনয়নপত্রটি বাতিল করে দেন। বুধবার ১৯ জানুয়ারি আপিল শুনানি শেষে তিনি এই আদেশ দেন।

 

বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আজিম শরীফ বলেন, পূবালী ব্যাংক বহদ্দারহাটের একটি শাখা থেকে ঋণ নিয়ে তিনি অর্ধেক পরিশোধ করেছেন। বাকি অর্ধেক পরিশোধ করেন নি। ফলে ঋণখেলাপির দায়ে জেলা নির্বাচন কর্মকর্তা আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্রটি বাতিল করে দেন।

একইসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকায় সাতকানিয়া সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো: রিদুওয়ানুল কবিরের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন।

 

প্রসঙ্গত, আমিলাইশ ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আওয়ামী লীগের মনোনীত সারোয়ার উদ্দীন চৌধুরী, বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এইচএম হানিফ, স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক চৌধুরী, মোহাম্মদ হারুন এবং মো. ফরিদ আহামদ।