আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১
বান্দরবানে বিএনপির জনসভায় বক্তারা

আ’লীগের ভুল সিদ্ধান্তের কারনে পাহাড়ে অশান্তি বিরাজ করছে

এইচ এম সম্রাট,বান্দরবান | প্রকাশের সময় : শুক্রবার ২৬ মে ২০২৩ ০৭:১০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন,পাহাড়ের পরিস্থিতি এবং পাহাড়ের মানুষ এক সময় শান্ত ছিল। শুধু মাত্র আ’লীগের ভুল সিদ্ধান্তের কারনে আজ পাহাড়ে অশান্তি বিরাজ করছে। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সংসদে বলেছিল পাহাড়ের সকল উপজাতীকে বাঙ্গালী হয়ে বসবাস করতে হবে। সংসদে উপস্থিত তিন পার্বত্য আসনের এক মাত্র সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ন লারমা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের এই কথায় ক্ষুদ্ধ হয়ে আর সংসদে ফিরে আসেনি। এর পর সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ন লারমার নেতৃত্বে গঠিত হয় শান্তি বাহিনী নামক একটি শসস্ত্র সংগঠন। এই শান্তি বাহিনীর সদস্যরা খুন,অপহরন,চাঁদাবাজী এবং অস্ত্রবাজীর মাধ্যমে শান্ত পাহাড়কে অশান্ত করে তোলে। যা এখনো বিরাজমান। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর অশান্ত পাহাড়কে শান্ত করার জন্য নানান উদ্যোগ গ্রহন করেন। শুক্রবার(২৬মে) বিকাল সাড়ে ৩টায় বান্দরবান ষ্টেডিয়ামের পাশে অনুষ্ঠিত বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ১০ দফা দাবী বাস্তবায়নে দেশ ব্যাপী কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে জনসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির সাধারন সম্পাদক মো: জাবেদ রেজার সঞ্চালনায় বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং এর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মহাবুবের রহমান শামীম। সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত বিএনপির নেতা কর্মী জনসভায় যোগ দেয়। প্রধান অতিথি আরো বলেন,দেশে আজ তেল,গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই সরকার আর কয়েকদিন ক্ষমতায় থাকলে দেশের মানুষ না খেয়ে মারা যাবে। তাই দেশের সকল জনসাধারন ও বিএনপির নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের এই দূর্নীতিবাজ সরকারকে ক্ষমতা থেকে টেনে হেছড়ে সাগরে নিক্ষেপ করে জনগনের সরকারকে ক্ষমতায় বসাতে হবে।