আজ বুধবার ২২ জানুয়ারী ২০২৫, ৯ই মাঘ ১৪৩১

আনোয়ারায় জিয়াউর রহমানের জন্মদিনে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : সোমবার ২০ জানুয়ারী ২০২৫ ০১:০২:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় লক্ষে চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি, যুব দল,স্বেচ্ছা সেবকদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারী) বিকালে উপজেলার বটতলী হযরত শাহ্ মোহছেন আউলিয়া মসজিদে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, আনোয়ারা-কর্ণফুলী আসনের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল আজম জাকারিয়া চৌধুরী জকু, বিএনপি নেতা আকতার নবী, নুর আলী, ইউনুছ চৌধুরী, নজরুল ইসলাম, জসিম উদ্দিন, এড.আবদুর রহিম, জামাল উদ্দিন আনসারী, এড.মামুনুর রশিদ, নাজিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ মাসুদ, উপজেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ ফারুক, আবদুল কাদের, যুব দলের যুগ্ন আহ্বায়ক আহমদ নুর, মোহাম্মদ ইউসুফ, যুবদল নেতা মোহাম্মদ খালেদ, বজলুর রহমান, এখলাস, মোহাম্মদ আনিস, মোহাম্মদ শিপু, আবদুল জলিল, মোহাম্মদ ইলু, মো. শিবলু, মো. নেজাম উদ্দিন, আবদুর রহিম প্রমুখ।

পরে সরওয়ার জামাল নিজাম রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রুস্তম হাট বাজারে লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি বলেন, দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং  এদেশকে স্বাধীন রাষ্ট্রে রূপ দেন। বিগত স্বৈরাশাসক সরকার শহীদ জিয়ার নাম মুছে দিতে সব ধরনের চেষ্ঠা করেছে। কিন্তু বাংলার জনগণের হৃদয়ে শহীদ জিয়ার নাম লিখা রয়েছে। এই নাম কখনো নিশ্চিন্ন করা যাবেনা।