আনোয়ারায় উপজেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ডের সম্মিলিত অভিযানে অবৈধ জাল নির্মূলকরণ ও অপাসারণে চলমান বিশেষ কম্বিং অপারেশনে ১০ লক্ষ টাকা মূল্যের ১ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। পরে ওই জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। শনিবার (১৮ জানুয়ারী) দুপুর ১২ টার সময় আনোয়ারা সমুদ্র উপকূল শঙ্খ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নের্তৃত্ব দেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক (ইলিশ শাখা) মোহাম্মদ ফারুক মায়েদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা (ইলিশ শাখা) মো: জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক,বাংলাদেশ কোস্টগার্ড সাংগু সিজি স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার অনিমেষ রায় ও বার আউলিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: কায়চার হামিদ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক জানান, সাগরে মাছের প্রজনন সময়ে ইলিশসহ অন্যান্য মাছ রক্ষায় অবৈধ জাল নির্মূলকরণ ও অপাসারণে বিশেষ কম্বিং অপারেশন চলছে। অভিযানে আনুমানিক ১ হাজার মিটার দৈর্ঘ্যের একটি পেকুয়া জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান অব্যাহত থাকবে।