রোয়াংছড়ি উপজেলার বড় ভান্তে সংঘরাজ উই বিচারেন্দ্রা মহাথের কে দেখতে সদর হাসপাতালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা। বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রোয়াংছড়ি উপজেলার বড় ভান্তে সংঘরাজ উই বিচারেন্দ্রা মহাথের (৮৯) কে দেখতে হাসপাতালে যান বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা। শনিবার ৫ নভেম্বর বিকালে তিনি বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন সংঘরাজ উই বিচারেন্দ্রা মহাথের এর চিকিৎসার খোঁজ- খবর নেন। এসময় তিনি বৌদ্ধ ধর্মীয় প্রবীণ এই ধর্মীয় গুরুর উন্নত চিকিৎসার জন্য নির্দেশ প্রদান করেন। সংঘরাজ উই বিচারেন্দ্রা মহাথের দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। জেলার সিভিল সার্জন ডা.নীহার রঞ্জন নন্দী এর তত্ত্ববধানে সংঘরাজ উই বিচারেন্দ্রা মহাথের কে আজ শনিবার চিকিৎসা প্রদান করেন, চিকিৎসক শাহবাজ। এসময় উপস্থিত ছিলেন,মেয়র ইসলাম বেবী পৌরসভার বান্দরবান,সহ সদর হাসপাতালের চিকিৎসক সালাউদ্দিন ও জিয়া। এই ব্যাপারে বান্দরবান জেলার সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী বলেন, বৌদ্ধ ধর্মীয় গুরুর উন্নত চিকিৎসার জন্য কাল রোববার বিকেলেই মেডিকেল বোর্ড গঠন করা হয় ।