বাংলাদেশের সর্বশেষ ৩০০নং সংসদীয় আসন বান্দরবানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা অনিয়ম ছাড়াই শান্তিপূর্ণ ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। রিটানিং অফিসার কতৃর্ক ঘোষিত বেসরকারী ফলাফলে ১৭২২৪০ ভোট পেয়ে নৌকা প্রতীকে আ'লীগের মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং সপ্তম বারের মত জয় লাভ করেছে।
রবিবার (৭জানুয়ারী) সকাল ৮টা থেকে জেলার ৭টি উপজেলার ১৮২টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহন শুরু হয়।
সকাল থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজ নিজ ভোট প্রদান করে। সকাল ৯টার দিকে বান্দরবান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং নৌকা প্রতীকে এবং দুপুর ২টায় লামা উপজেলার মধুঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পার্টির প্রার্থী এটিএম শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীকে নিজ ভোট প্রদান করেন।
প্রতিবারেরমত এবারও ভোট কেন্দ্রে পুরুষের তুলনায় নারীর উপস্থিতি বেশি দেখা গেছে। তবে সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতিও বাড়তে থাকে। সকাল থেকে বান্দরবান জেলা সদরের সরকারী আদর্শ প্রাথমিক বিদ্যালয়, বান্দরবান শহর সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাফেজঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়, যৌথ খামার সরকারী প্রাথমিক বিদালয়,কালাঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, রেইচা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে এ চিত্র দেখাগেছে।
ভোট গ্রহনের শুরু থেকে শেষ পর্যন্ত জেলার কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ও অনিয়মের খবর পাওয়া যায়নি। বিকাল চারটায় ভোট গ্রহন শেষ হওয়ার পর শুরু হয় ভোট গনানা।
এদিকে রিটানিং অফিসারের কার্যালয়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিকাল ৫টার পর থেকে একের পর এক আসতে শুরু করে বিভিন্ন কেন্দ্রের ফলা ফল। বান্দরবান জেলা প্রশাসক ও রিটানিং অফিসার শাহ্ মোজাহিদ উদ্দিন ক্রমান্বয়ে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষনা করে।
সর্বশেষ মোট ১৮২টি কেন্দ্রে প্রাপ্ত ভোটে মোট ১৭২২৪০ ভোট পেয়ে বেসরকারী ভাবে বীর বাহাদুর উশৈসিংকে বিজয়ী ঘোষনা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির প্রার্থী এটিএম শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে ১০০৪৩ ভোট পেয়েছেন।
এবিষয়ে বান্দরবান পুলিশ সুপার শাহীন সৈকত বলেন, একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বান্দরবানে ১৪শ পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৩জন ও সাধারণ কেন্দ্রে ২জন করে পুলিশ মোতায়েন রয়েছে। এর বাইরে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সও রয়েছে। এবার পুলিশের ভূমিকা সকলের কাছে প্রশংসিত হবে বলেও জানান তিনি।
বান্দরবান জেলা প্রশাসক ও রিটানিং অফিসার শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, আমরা বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শণ করেছি। এখানে ভোটাররা খুব সুন্দর পরিবেশে ভোট প্রদান করেছে। এছাড়া প্রত্যেক বুথে প্রার্থীর এজেন্টরাও উপস্থিত আছে। তিনি বলেন, ১৮২টি ভোট কেন্দ্রের মধ্যে ১২টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারের সাহায্যে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। আমি ইতিমধ্যে খবর নিয়ে জানতে পেরেছি, সেখানেও সুন্দর ভাবে ভোটাররা ভোট প্রদান করেছে। এছাড়া জেলার কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। খুবই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্টিত হয়েছে বলে তিনি জানান।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, জেলার সাতটি উপজেলায় দুটি পৌরসভা ও চৌত্রিশটি ইউনিয়ন রয়েছে। দেশের সর্বশেষ ৩০০ নং সংসদীয় আসনটি বান্দরবানে। এখানে এবার ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। তারমধ্যে নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৪৪৬ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৫৮৪ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৮২ টি। তারমধ্যে সাধারণ কেন্দ্র ৫১ ও গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৩১টি। ১২টি দূর্গম কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে ব্যবহার হয়েছে হেলিকপ্টার।
এছাড়াও শান্তিপুর্ন ভাবে নির্বাচন সম্পন্ন করতে এবং ভোটারদের সার্বিক নিরাপত্তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ছাড়াও মোতায়েন রয়েছে সেনাবাহিনীর ৪ টি ব্যাটালিয়ন ও ৫০প্লাটুন বিজিবি।
এদিকে বান্দরবান আসনে বীর বাহাদুরের সপ্তম বারের মত বিজয়ী হওয়ার খবরে আ'লীগ নেতা কর্মীরা জেলা সদর সহ সকল উপজেলায় বিজয়ী মিছিল ও মিষ্টি বিতরন করেছে।