আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

১৪ দিনের সফরে নেদারল্যান্ড গেলেন ইঞ্জিনিয়ার সাহেদ সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর ২০২২ ০৮:০৩:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

১৪ দিনের ব্যক্তিগত সফরে ইউরোপের নেদারল্যান্ড গেলেন লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডমের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মো.সাহেদ সালাউদ্দিন (এমজেএফ)। 

 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় এমিরেটস বিমানযোগে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। 

 

এর আগে ৭ সেপ্টেম্বর বিকাল ৪.২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। 

 

এ সময় তাকে বিদায় শুভেচ্ছা জানান, লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডমের এডমিন ও ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন মিজানুল করিম, ক্লাব এডভাইজার লায়ন দুলাল বড়ুয়া, ক্লাব ট্রেজারার লায়ন অধ্যক্ষ দিদার উল্লাহ, ডিরেক্টর লায়ন বেলাল উদ্দিন, লায়ন কফিল উদ্দিন, লায়ন ছৈয়দনুর জাহাঙ্গীর, লায়ন জসিম উদ্দিন, লায়ন শহিদুল ইসলাম, লায়ন আল আমিন প্রমুখ। 

 

ইঞ্জিনিয়ার মো.সাহেদ সালাউদ্দিনের ১৪ দিনের সফরে নেদারল্যান্ডে থাকবেন দুইদিন। পরে ব্রাসেলসে লন্ডনভিত্তিক একটি ব্যবসায়িক টিমের সাথে বৈঠক করবেন। এদের একসাথে সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, জার্মানি, ইতালি, ফ্রান্স, ভ্যাটিকান সিটিসহ বিভিন্ন দেশ সফর করবেন। 

 

এর আগে ব্যবসায়িক বিভিন্ন কাজে তুরস্ক, চায়না, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর থাইল্যান্ড, দুবাই, সৌদি আরাব, ভারত, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশ সফর করেন উদীয়মান ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মো.সাহেদ সালাউদ্দিন।

 

সময় স্বল্পতার কারণে বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন ও অনেক শুভাকাঙ্ক্ষীর

সঙ্গে দেখা করতে পারেন নি। কথা বলারও সুযোগ পান নি। এ জন্য  আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করেছেন ইঞ্জিনিয়ার মো.সাহেদ।

 

সফর শেষে যাতে নিজ কর্মস্থলে সুস্থতার সাথে ফিরে আসতে পারেন, সবার দোয়া কামনা করেছেন তিনি।