বান্দরবানের রুমা ও আলীকদমের দুই উপজেলার আটটি ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এরআগে, হেলিকপ্টার ব্যবহার করে রুমার রেমাক্রী প্রাংসা ইউনিয়নে সাতটি এবং আলীকদমের কুরুক পাতার তিনটি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পৌঁছানো হয়। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টায় কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ।
সকালে রুমা আদর্শ সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়, বেথেল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগামুখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কংগো পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুনলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চার ইউনিয়নের বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। প্রতিবারের মতো এবারও কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি।
এবারের রুমা ও আলীকদমের ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।