আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩শে ভাদ্র ১৪৩১

হিজরী নববর্ষ মুসলিম উম্মার তাহজিব-তামাদ্দুন ও ঐতিহ্য- ডা: মাহমদুর রহমান

জাহেদুল ইসলাম, লোহাগাড়া : | প্রকাশের সময় : সোমবার ৮ জুলাই ২০২৪ ০৮:২৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মুসলমানদের রোজা, হজ্ব, ঈদ, শবে বরাত, শবে কদর, শবে মেরাজসহ ইসলামের বিভিন্ন বিধি-বিধান হিজরী সনের ওপর নির্ভরশীল। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আনন্দ-উৎসবসহ সব ক্ষেত্রেই মুসলিম উম্মাহ হিজরী সনের অনুসারী। হিজরী নববর্ষ মুসলিম উম্মার তাহজিব, তামাদ্দুন ও ঐহিত্য বহন করে। মুসলমানদের কাছে হিজরী সাল একসময় বেশ গুরুত্বপূর্ণ হলেও আজকাল তা কেবল রমজান ও ঈদের হিসাব রাখার মধ্যে সীমিত হয়ে আছে। 

সোমবার (৮ জুলাই) বিকেল ৪ টায় লোহাগাড়ার আধুনগর গুলশান কমিউনিটি সেন্টারে ১৪৪৬ হিজরী নববর্ষ উদযাপন উপলক্ষে ১২তম আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ট্রমা ও অর্থোপ্যাডিক বিশেষজ্ঞ সার্জন ডা: মাহমদুর রহমান।

মাহফিলের প্রবর্তক শাহ মাওলানা কাজী নাছির উদ্দিনের সভাপতিত্বে ও  চুনতি তাজবীদুল কোরআম একাডেমীর পরিচালক হাফেজ মাওলানা মূসা তোরাইনের সঞ্চালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলঅমী আরবী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ (আহসান সাইয়েদ)।

বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম.ফিল গবেষক মাওলানা কাজী বদরুদ্দীন সাদী, আন নূর ট্রাভেলস এন্ড হজ্ব গ্রুপের চেয়ারম্যান মাওলানা আবু নোমান মুহাম্মদ হাফিজুল্লাহ। 

ইয়াদে কারবালা পরিবেশনা করেন শাহ কুতুব উদ্দিন (রাহ) আদর্শ নুরানী মাদ্রসার ছাত্র মুহাম্মদ ফখরুদ্দীন রাজী। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাহফিলের প্রবর্তক শাহ মাওলানা কাজী নাছির উদ্দিন