হাটহাজারীতে ইট বোঝাই জীপগাড়ির সাথে ট্রাকের সংঘর্ষে সাজিম (১৮) নামে এক জীপ গাড়ির হেলপারের মৃত্যু হয়েছে। একই সাথে জীপ গাড়ির আরেক হেলপার তারেক (১৭) এবং ড্রাইভার লোকমান (২৮) গুরুত্বর আহত হয়েছে। রোববার (১৬ জানুয়ারী) উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মিরেরহাট বড়–য়া পাড়া সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাজিম উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মনার বাড়ীর আবদুল মান্নানের পুত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে ঘটনাস্থলে হাটহাজারীগামী ইট বোঝাই একটি জীপগাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জীপগাড়ির সামনের চাকা খুলে গিয়ে গাড়িটি উল্টে যায়। গুরত্বর আহত অবস্থায় জীপ গাড়ির দুই হেলপার এবং ড্রাইভারকে স্থানীয়রা উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলপার সাজিমকে মৃত ঘোষণা করেন এবং অবস্থা আশংকাজনক হওয়ায় ড্রাইভার লোকমান ও হেলপার তারেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত লোকমান উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালাবাদশা পাড়ার এজহার মিয়ার পুত্র এবং আহত তারেক একই ইউনিয়নের মনার বাড়ির নুর মিয়ার পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. তাহর জানান, দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে ।