আজ রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

হাটহাজারীতে ছিনতাইকারী গ্রেপ্তার,সিএনজি উদ্ধার

মাহমুদ আল আজাদ হাটহাজারী | প্রকাশের সময় : শুক্রবার ১৬ সেপ্টেম্বর ২০২২ ০৭:০৯:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

যাত্রীর ছদ্মবেশে সিএনজি ছিনতাই করার সময় ওসমান গনি রাশেদ(২৬)নামের এক পেশাদার ছিনতাইকারীকে  আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগন। বৃহস্পতিবার(১৫সেপ্টেম্বর)রাত সাড়ে এগারোটার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের মির্জাপুর ইউপি এলাকার সরকারহাট বাজারের কালীবাড়ী রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ছিনতাইকারী ওসমান গনি রাশেদ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার ইছাছড়া গ্রামের মোঃ আঃ জলিলের পুত্র।বর্তমানে সে হাটহাজারী উপজেলার ১নং দক্ষিণ পাহাড়তলী ছড়ারকুল, ডাঃ কামারের পুরাতন বাড়ীতে বসবাস করে।

থানা সুত্রে জানা যায়,গতরাত সাড়ে ১১টার দিকে পেশাদার ছিনতাইকারী রাশেদ যাত্রীবেশে একটি সিএনজিতে উঠেছিল।এসময় চালককে জিম্মি করে সিএনজিটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় সরকারহাট বাজারের কালিবাড়ী মোড়ে স্থানীয় জনগন আটক করে।পরে পুলিশকে  খবর দিলে থানার উপ-পরিদর্শক মোঃসোহেল ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।এসময় ছিনতাইকৃত ১টি সিএনজি,১টি ষ্টিলের ছুরি, ১টি ব্যাগ,মোবাইলের ব্যাটারী, মেমোরীকার্ড, ডিসপ্লে নগদ টাকা উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়ে আসে।পরে সঞ্জয় দাশ নামের এক ব্যক্তি বাদি হয়ে মডেল থানায় মামলা রুজু করেন। 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃতকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।



সবচেয়ে জনপ্রিয়