আজ শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

সন্দ্বীপে মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের উদ্যেগে ক্রিড়া সংগঠক মনিরুল ইসলামের শোকসভা অনুষ্ঠিত

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ: | প্রকাশের সময় : শনিবার ১১ জানুয়ারী ২০২৫ ০৬:৪৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপের পূর্ব অঞ্চলের বিশিষ্ট ক্রিড়া সংগঠক মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সাবেক সহ সভাপতি মরহুম মনিরুল ইসলামের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের আয়েজনে শনিবার  ১১ জানুয়ারি ২৫  বিকেল ৪ টায় ফাউন্ডেশনের হল রুমে উক্ত শোক সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সহ সভাপতি অধ্যক্ষ মোঃ হানিফ, এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনফিনিটি ফ্যাশন হাউজের সিনিয়র ম্যানোজার জাকির হোসেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি কাজী শামসুল আহসান খোকনের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন  বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ সভাপতি মাস্টার মাইনউদ্দীন, মাওলানা কাজী নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক ইলিয়াছ সুমন, অর্থ সম্পাদক আবদুর রহিম সওদাগর, সমাজসেবা সম্পাদক ডাক্তার জামশেদ উদ্দিন, হুমায়ুন কবির সওদাগর, মাওলানা জহিরুল ইসলাম, সাজেদুল করিম তুহিন, নুরু ইসলাম মিন্টু, মাওলানা আলাউদ্দীন, আবদুল কাইয়ুম প্রমুখ।  বক্তরা বলেন মনিরুল ইসলাম ছিলেন একজন একনিষ্ঠ সমাজকর্মী, নির্লোভ ও নিরহংকারী ব্যক্তিত্ব, তার কর্মগুনে এ সমাজে তাকে চিরদিন স্বরণ রাখবে। 

উল্লেখ্য গত ৫ জানুয়ারি ৭৪ বছর বয়সে তিনি বাধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন।