আজ শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১
প্রধান অতিথি ইউএস এ্যাম্বাসির পাবলিক অ্যাফেয়ার্স অফিসার স্কট হাটম্যান

সিবিআইইউতে ইংরেজি শিক্ষকদের আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

ইমাম খাইর, কক্সবাজার : | প্রকাশের সময় : শনিবার ১১ জানুয়ারী ২০২৫ ০৯:০৬:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এই প্রথমবারের মতো ইংরেজি বিষয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১১ জানুয়ারি) আমেরিকান এ্যাম্বাসির অর্থায়নে এই সেমিনারে কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের প্রায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

 

গ্লোবাল এইড ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট (জিএএসডি) এর উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএস এ্যাম্বাসির পাবলিক অ্যাফেয়ার্স অফিসার স্কট হাটম্যান। 

 

জিএএসডির চেয়ারম্যান ড. মহিবুল্লাহর সভাপতিত্বে এই কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. তৌহিদ হোসেন চৌধুরী ও ডিন প্রফেসর কাজী মোস্তাঈন বিল্লাহ।

 

কর্মশালায় কী-নোটস স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শায়লা সুলতানা।

 

প্ল্যানার স্পিকার ছিলেন বেল্টা বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ড. আহমদ বশির।

 

দিনব্যাপী কর্মশালায় অতিথিবৃন্দ বলেন, ইংরেজি শিক্ষার জন্য আমেরিকান এ্যাম্বাসির অর্থায়নে এত বড় কনফারেন্স দক্ষিণ পূর্বাঞ্চলে আর কখনো অনুষ্ঠিত হয়নি। এর মাধ্যমে শিক্ষকরা নিজেদের যোগ্যতাকে আরো সমৃদ্ধ করার সুযোগ পেলেন। জানার জগত বিস্তৃত হলো।

 

কর্মশালায় ল্যাংগুয়েজ লার্নিং বিষয় নিয়ে ১২টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। 

 

এতে প্ল্যানারি ডিসকাশনে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. রোকন উদ্দিন। 

 

দিনব্যাপী কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক এডভাইসের প্রফেসর সাদাত জামান খান। 

 

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সুন্দর পরিবেশে ইংরেজি শিক্ষার এই কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে শিক্ষকগণ সন্তুষ্টি প্রকাশ করেছেন। ভবিষ্যতে এমন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান তারা।